বইটি ডাউনলোড করতে নিচের লিঙ্কটি ক্লিক করুন
 👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://www.book-somahar.com/2021/09/blog-post_29.html

কিছু কথা

বিবাহ এর সংজ্ঞা কি তা আমাদের জানা অপরিহার্য্য অংশ। বিবাহ করা রাসূল সাঃ এর একটি সুন্নাত।

বিবাহের সংজ্ঞাটি কি?

نكح“নিকাহ” শব্দটি মাসদার বা মূলধাতুর আভিধানিক অর্থ।
ইমাম ফাররা রহঃ এর মতে এর অর্থ সহবাস করা
ইবনে হাজ্জার আসকালানী রহঃ এর মতে অর্থ মিলানো বা সংযুক্ত করা।
আবার কারো কারো মতে বন্ধন।
কারো কারো মতে এর অর্থ একত্রিত করা।
আর একদল এর মতে ভালো সঙ্গ বিচারের জ্ঞান।
তাহলে বুঝা গেল নিকাহ এর প্রকৃত অর্থ! আবার নিকাহ এর অর্থ কি এ ব্যাপারে ইমামদের  মাঝেও মতভেদ আছে।
ইমাম আবু হানিফা রহঃ এর মতে নিকাহ শব্দের হাকিকী তথা এর আসল অর্থ হলো সহবাস করা এবং রূপক অর্থ হলো বন্ধন।
পারিভাষিক সংজ্ঞাঃ যৌনাঙ্গ উপভোগ করার উদ্দেশ্যে পুরুষ ও নারীর মধ্যে সংঘঠিত বৈধ বন্ধনকে বিবাহ বা নিকাহ বলা হয়।

সুন্নাত তরীকায় বিবাহঃ

মোটকথা, আমরা উপরের আলোচনার ভিত্তিতে সুন্নাত তরীকায় বিবাহ করার জন্য এভাবে বলি যে –

  • পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দীনদ্বারিত্বকে প্রাধান্য দেওয়া।
    মোহরানা গুলি পাত্রের সাধ্যের মধ্যে রাখা।
    বিবাহটি মসজিদে হওয়া।
    পাত্র-পাত্রী যথাসম্ভব একটি উত্তম পোশাক পরিধান করা।
    পাত্রের পক্ষ থেকে বিবাহ পরবর্তীতে ওলীমার ব্যবস্থা করা। যেটি কণের পক্ষ থেকে নয়।
    বিবাহ অনুষ্ঠিত হওয়ার পর ছেলে পারলে ভালো, অন্যথায় যিনি পড়বেন তিনি সংক্ষিপ্ত আকারে একটি খুতবা পড়তে পারেন বিবাহের সময়।
     খুতবা পাঠ করা রাসূল সাঃ এর সুন্নাত।