কিভাবে একজন Front End Web Developer হবেন।
 
বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রপেশনালদের মধ্যে Front End Developers অন্যতম। GlassDoor এর মতে আমেরিকার একজন Frontend Developer এর বার্ষিক আয় $87,240 ডলার। বাংলাতে হয় $8,272,870.62 ডলার। সুতরাং বুঝতেই পারছেন এই স্কিল এর ডিমান্ড কত। তাছাড়া, Front End Developers হওয়ার জন্য আপনার কোনো কলেজ ডিগ্রি বা সার্টিফিকেট দরকার হবে না। আপনাকে জানতে হবে Front End ডেভেলপারের ফান্ডামেন্টালস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও Front End ফ্রেমওয়ার্ক। যেগুলো আপনি যদি একজন নন সিএসসি ব্যাকগ্রাউন্ড হন তাহলেও আপনি সহজেই একজন Front End Developer হতে পারবেন।
 
Front-End Developer হওয়ার জন্য পরিপূর্ণ গাইডলাইন পেতে নিচের আর্টিকেলটি পড়ে আসুন। সেখানে ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট কি? কেন শিখবেন? কিভাবে শিখবেন? কোথায় থেকে শিখবেন? সব গুলো জানতে পারবেন।
 
আর্টিকেল লিঙ্ক 👉👉 https://www.book-somahar.com/2022/09/front-end-web-developer.html