প্রশ্ন: মদীনাতে কমপক্ষে ৪০ ওয়াক্ত নামাজ জানাতে পড়তেই হবে, এরকম কোনে হাদীস আছে কি?

উত্তর: এটা অপরিহার্য নয় যে, মসজিদে নববীতে কমপক্ষে আট দিন থাকতেই হবে৷ বা ৪০ ওয়াক্ত নামাজ পড়তেই হবে৷ এ প্রসঙ্গে মুসনাদে আহমদ (৩/১৫৫) ও তবারানিতে (৫৪৪) একটি রেওয়ায়েত আছে।

তা হলো- কেউ যদি এই মসজিদে (মসজিদে নববীতে) ধারাবাহিকভাবে চল্লিশ নামাজ আদায় করে তাহলে সে জাহান্নামের আজাব ও নেফাক থেকে মুক্তি পাবে।  

এই রেওয়ায়েতের কারণে লোকেরা আট দিন অবস্থান করা জরুরি মনে করে। এজন্য ইসলামি স্কলাররা বলেছেন, সহজভাবে মসজিদে নববীতে আট দিন থাকার সুযোগ হয়ে গেলে ভালো। কিন্তু একে জরুরি মনে করা বা জরুরি বিধানের মতো এত বেশি গুরুত্ব দেওয়া যে, কষ্ট ও পেরেশানিতে পড়ে যেতে হয় কিংবা পরস্পর মনোমালিন্য সৃষ্টি হয়, এটা ঠিক নয়।  

প্রকৃত করণীয় হচ্ছে, হারামাইনে (মক্কা-মদিনা) যতদিন থাকার সুযোগ হয় চেষ্টা করবে যেন মসজিদে হারাম ও মসজিদে নববীতে জামাতের সঙ্গে নামাজ আদায় করা যায়।  

 

উত্তর লিখনে: জামাল উদ্দিন রওশনপুরী

শিক্ষক: জামিআ'তুন নূর আল-ইসলামিয়া,

ইমাম: বাইতুল মা’মুর জামে মসজিদ

মৌলভীরটেক, রামপুরা, ঢাকা।