আত্মশুদ্ধি ইমাম আবূ আবদুর রহমান আস-সুলামী

আত্মশুদ্ধি নিয়ে সালাফে সালেহীন বা আমাদের পূণ্যবান পূর্বসূরিগণ প্রচুর বইপত্র রচনা করেছেন। অনাগত প্রজন্মের জন্য রেখে গেছেন দিকনির্দেশনা। নিজেদের লব্ধ অভিজ্ঞতাকে কাগজের পাতায় বন্দি করেছেন। যাতে করে চারিত্রিক পরিশুদ্ধির জন্য পথনির্দেশ পেতে তাদের বেগ পেতে না হয়। এই ধরণের একটি আত্মশুদ্ধিমূলক ছোট পুস্তক হচ্ছে ‘উয়ূবুন নাফসি ওয়া মুদাওয়াতুহা ’ । যার শাব্দিক তরজমা করলে অর্থ দাঁড়ায়- অন্তরের রোগ-বালা ও তার নিরাময়।

এই পুস্তিকাটি রচয়িতা হলেন পঞ্চম শতাব্দির বিখ্যাত আলেম আবূ আবদুর রহমান আস-সুলামী রাহিমাহুল্লাহ। যিনি ছিলেন মানুষের অন্তরের রোগ-বালাই ও আত্মিক সমস্যা এবং তার প্রতিকার বিষয়ে একজন বিশেষজ্ঞ ব্যক্তি। তিনি স্বীয় জীবনের সঞ্চিত বাস্তব অভিজ্ঞতার আলোকে এটি লিপিবদ্ধ করেন। ফলে এই পুস্তকটিকে মনে করা হয় এই বিষয়ে ‘ অল্প কথায় অধিক ফলপ্রসু ’ একটি রচনা।

বইটির ডাউনলোড লিঙ্ক 👉👉 আত্মশুদ্ধি ইমাম আবূ আবদুর রহমান আস-সুলামী pdf download

main-qimg-a8393fed58db7ddf42c7a4ce823b9a02

#bookreview #booksummary #freebook #pdfbook #বই #বইপড়া #বইরিভিউ #বুকসামারি