হে প্রিয় বোন আমার!

আজ তোমার জন্য কিছু কথা লিখবো ৷ এমন একসময় কথাগুলো লিখছি, যখন চারিদিকে ফেতনার ছড়াছড়ি৷ যখন কাফির, মুশরিক ও নাস্তিকদের সাথে নামধারী মুসলিমরাও যোগ দিয়েছে তোমাকে প্রগতির নামে পাশ্চাত্য ধ্যান-ধারণায় গড়ে তুলতে ৷

প্রিয় বোন আমার! ইসলামে নারীর অবদান অতুলনীয়৷ ঘরের অন্দরমহলের নারীরাই ইসলামি সমাজ বিনির্মাণের কারিগর৷ মুহাম্মদ (সাঃ) এর মতো শ্রেষ্ঠ মানুষকেই তোমরা গর্ভে ধারণ করেছ, স্নেহ-মায়া-মমতায় লালন-পালন করেছ৷ ইতিহাস স্বাক্ষী মুসলিম উম্মাহর বড় বড় আলেম, দ্বীনের জানবাজ মুজাহিদ, আল্লাহওয়ালা দাঈ, ফকীহ, মুফাসসীর, মুজাদ্দিদ, ডাক্তার, ইন্জিনিয়ার, বৈজ্ঞানিক তোমাদের গর্ভেই লালিত-পালিত হয়েছে ৷

হে প্রিয় বোন! কাফের-মুশরিকরা তোমার এই সোনালী ইতিহাসকে নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ৷ নারী অধিকারের নামে তোমাকে ঘর থেকে রাস্তায় এনে দাঁড় করিয়েছে ৷ তারা তোমাকে সমঅধিকারের নামে ধোকা দিচ্ছে ৷ তারা কেনার সংরক্ষণিত জান্নাতী রূপ-লাবণ্য উপভোগ করার জন্য হিজাব ছুড়ে ফেলতে বলছে ৷

হে প্রিয় বোন আমার! বিশ্বাস কর তোমার সমালোচনা করা কিংবা তোমাকে ছোট করা আমার এ লেখার উদ্দেশ্য নয় ৷ তোমার ভুলগুলো খুজেঁ বের করে তোমাকে লজ্জিত বা অপমানিত করারও আমার উদ্দেশ্য নয় ৷ কারন এতে আমার কোন লাভ বা লোকসান জড়িত নেই ৷ ধর্ম চর্চা কর বা না কর, পর্দা মেনে চল বা না চল, এমনকি আমাকে শুভাকাঙ্খী মনে কর বা না কর তবুও তুমি আমার একজন বোন ৷ ওযাল্লাহি! আমি তোমাকে পরবর্তীতে যে কথাগুলো বলবো তা আল্লাহর সন্তুষ্টির জন্যই বলবো ৷ তাই প্লিজ, আমার পরবর্তী কথাগুলোর উপর একবার হলেও মন লাগিয়ে চোখ বুলাও ৷ একটুখানি ভেবে দেখ খোলা মনে ৷ অন্তর দিয়ে উপলব্ধি করার চেষ্টা কর ৷

বইটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

"হে প্রিয় বোন আমার!" বই pdf Download

main-qimg-a29f71df95e136eda6b4d11f954376f3

#বই #ইতিহাস #মোটিভেশন #ধর্ম #ইসলাম #নারী #পিডিএফ #ফ্রী #কীভাবে #সেরা