চলো জান্নাতের সীমানায়
পরকালের সাফল্যই প্রকৃত সাফল্য—এ পরম সত্যকে যে উপলব্ধি করতে পেরেছে, সে তো সেই পথই আঁকড়ে ধরে, যে পথে সত্যিকারের এ সাফল্য নিহিত। এজন্য সে হাসিমুখে বরণ করে নেয় সকল কষ্টক্লেশ। যে পথ পৌঁছে দেবে জান্নাতের সীমানায়, যে পথের পথিক শেষ বিদায়ের সময়ও বলে, (فُزْتُ وَرَبِّ الكَعْبَةِ) ‘কাবার রবের শপথ! আমি সফলকাম হয়েছি।’—সে পথে তার কদম থাকে অটুট-অবিচল। এসো হে বন্ধু! তুমিও সে পথে চলবে। এক সুরে বলবে, ‘চলো জান্নাতের সীমানায়’…
বইটির ডাউনলোড লিঙ্ক 👉👉 চলো জান্নাতের সীমানায় বই pdf download
#bookreviewbd #booksummary #freebooks #বই #পড়ালেখা #মোটিভেশন #ধর্ম #জান্নাত #ইতিহাস