গুনাহ থেকে বাঁচার উপায় বই pdf download

গুনাহ থেকে বাঁচার উপায়” বইয়ের সংক্ষিপ্ত কথা: গুনাহ আমাদেরকে আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে নেয়, আমাদেরকে শাস্তির যোগ্য করে তোলে। গুনাহের কারণে আমরা বহু নেয়ামত থেকে বঞ্চিত হই। গুনাহের কারণে আমাদের জীবনে বিপদাপদ নেমে আসে। এ সবকিছু জানা সত্ত্বেও আমরা সহজে গুনাহ পরিত্যাগ করতে পারি না। প্রবৃত্তির তাড়নায় কিংবা জ্ঞানের অভাবে আমরা গুনাহের জালে বারবার জড়িয়ে পড়ি। অথচ কিছু সহজ পদক্ষেপ আমাদেরকে বহু গুনাহ থেকে দূরে রাখতে পারে। বুদ্ধিমান ব্যক্তিরা গুনাহ হয়ে যাওয়ার পূর্বেই এ ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করে থাকেন।

বইটির ডাউনলোড লিঙ্ক 
👇👇👇👇👇👇👇
https://www.book-somahar.com/2023/03/pdf-download_10.html