আল-আ‘রাফ:২৩


আয়াত
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

বাংলা উচ্চারণ

রাব্বানা-জালামনাআনফুছানা-ওয়া ইল্লাম তাগফির লানা-ওয়া তারহামনা-লানাকূনান্না মিনাল খা-ছিরীন।


অর্থ

হে আমাদের প্রতিপালক! আমরা আমাদের নিজেদের প্রতি অন্যায় করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব


শব্দার্থ

রাব্বানা - হে আমাদের প্রতিপালক
জালামনা - আমরা যুলম করেছি
আনফুছানা - নিজদের উপর

ওয়া - আর
ইন - যদি
লাম - না
তাগফির - আপনি ক্ষমা করেন
লানা - আমাদেরকে
ওয়া - এবং
তারহামনা - আমাদেরকে দয়া করেন

লানাকূনান্না - অবশ্যই আমরা হব
মিনা - অন্তর্ভুক্ত
আল খা-ছিরীনা - ক্ষতিগ্রস্তদের