উত্তর: রাসূল (সা.) মিষ্টি পছন্দ করতেন। হাদিস শরিফে এসেছে,

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ الحَلْوَاءَ وَالعَسَلَ ‘

আয়েশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) মিষ্টান্নদ্রব্য ও মধু ভালোবাসতেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৪৩১] তবে রাসূল (সা.) খাবারের ক্ষেত্রে এত বিলাসিতা করতেন না যে, খাবারের পর নিয়মিত মিষ্টি খেতেন। কখনো এমনও হত যে তিনি শুধু পানি ও খেজুর দিয়ে খাবার সেরেছেন। হাদিস শরিফে এসেছে,

عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ يَأْتِي عَلَيْنَا الشَّهْرُ مَا نُوقِدُ فِيهِ نَارًا إِنَّمَا هُوَ التَّمْرُ وَالْمَاءُ إِلاَّ أَنْ نُؤْتَى بِاللُّحَيْمِ ‘

আয়েশা (রা.) বর্ণিত। তিনি বলেন, আমাদের উপর দিয়ে মাস কেটে যেত, আমরা এর মধ্যে ঘরে (রান্নার) আগুন জ্বালাতাম না। আমরা কেবল খুরমা ও পানির উপর চলতাম। তবে যৎ সামান্য গোশত আমাদের নিকট এসে যেত।’

[সহিহ বুখারি, হাদিস: ৬৪৫৮] কাজেই খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নত- এটি বলা ঠিক নয়৷

 

উত্তর লিখনে: জামাল উদ্দিন রওশনপুরী

শিক্ষক: জামিআ'তুন নূর আল-ইসলামিয়া,

ইমাম: বাইতুল মা’মুর জামে

মসজিদ মৌলভীরটেক, রামপুরা, ঢাকা।