বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে এই পেজে লাইক করুন।
  • 34 people like this
  • Education
Recent Updates
  • মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) pdf download


    ওয়াজ-নসিহত তো অনেক হয় কিন্তু কখনও কি ভেবে দেখেছেন উম্মাহর শ্রেষ্ঠপ্রজন্ম সাহাবায়ে কেরামের ওয়াজ-নসিহত কেমন ছিল? তাদের ওয়াজের বিষয়বস্তু কী হত? কোন বিষয়গুলো প্রাধান্য পেত তাদের আলোচনায়?

    যারা মানবিক গুণাবলী ও বৈশিষ্ট্যের শীর্ষচূড়ায় উপনীত ছিলেন, যাদের হেদায়াত-মশালে পৃথিবীর ঘোরআধার কেটে গিয়ে তা হয়ে উঠে নির্মল, সুন্দর ও সজীব—আমরা কি কখনও জানার চেষ্টা করেছি কেমন ছিল তাদের সেই অনুপম কথামালা, যার পরশে লক্ষ-কোটি জীবন বদলে গেল? বইল তাতে ঈমানী সু-বাতাস?

    হ্যাঁ, প্রিয় পাঠক! আরবের প্রখ্যাত শাইখ সালেহ আহমদ শামী এই বিষয়টাই আমাদের জানান দিচ্ছেন আলোচ্যগ্রন্থে। নবী সা. এর স্নেহধন্য প্রায় পঁয়ত্রিশজন সাহাবীর জীবনঘনিষ্ঠ কথামালা হাজির করেছেন তিনি এতে।

    পাঠক! গ্রন্থটি পাঠে আপনি হারিয়ে যাওয়ার সুযোগ পাবেন সাহাবায়ে কেরামের মুবারক মজলিসে। আহরণ করতে পারবেন মূল্যবান সব মনিমুক্তা আর হীরা-জহরত! তাহলে আর দেরি কেন? স্বাগতম আপনাকে সোনালী মানবদের স্বর্ণালি ভুবনে!!

    ডাউনলোড লিঙ্ক
    👇👇👇👇👇👇👇
    https://www.book-somahar.com/2023/07/maowayeje-sahaba-boi-pdf-download.html
    0 Comments 0 Shares
  • বিয়ে অর্ধেক দ্বীন বই pdf download


    দাজ্জালি সমাজ পুরো শক্তি দিয়ে বিবাহকে বিলম্ব ও অতিকঠিন বানিয়েছে। প্রথমে উচ্চ শিক্ষা, ক্যারিয়ার তৈরি, জব ইত্যাদি কারণ দেখিয়ে বিয়েকে বিলম্বে নিয়ে এসেছে। অতঃপর স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, এমনকি পথে-ঘাটে দুই বিপরীত লিঙ্গের মানুষকে কাছাকাছি নিয়ে এসেছে। ফলে প্রেমপ্রীতি নামক হারাম সম্পর্ক ও যিনার দুয়ার উন্মুক্ত হয়েছে। ছেলে মেয়ে ৩০+ বয়স হবার পর বিয়ের আসরে বসলেও হাজারো প্রথা, হিন্দুয়ানী যৌতুক ও সমাজকে দেখানোর জন্য অধিক মোহরানা ধার্য, ইত্যাদি দ্বারা বিয়েকে কঠিন করে তোলা হয়েছে। দিনশেষে বর্তমান সমাজে যিনা যত সহজ হচ্ছে বিবাহ তত কঠিন হচ্ছেন। এমতাবস্থায় দ্বীনি ব্যক্তিদের উচিত হল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের দিকে ধাবিত হওয়া, দাজ্জালি প্রোপাগান্ডার বিরুদ্ধে আওয়াজ তোলা, বিয়েকে সহজ করা, বিয়েতে স্বল্প ব্যয় করা ইত্যাদি।

    ডাউনলোড লিঙ্ক
    👇👇👇👇👇👇👇
    https://www.book-somahar.com/2023/07/biye-ordhek-deen-boi-pdf-download.html
    0 Comments 0 Shares
  • বিয়ের আগে : ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি pdf download


    স্পিডব্রেকারের কাজ কি মানুষকে গন্তব্যে পৌঁছতে বাধা দেয়া? কক্ষনো না। স্পিডব্রেকার তো মানুষের জীবনের নিরাপত্তা দেয়ার জন্য। বাধনহারা গতি যেন বিপদ ডেকে না আনে সে জন্য। সুস্থভাবে যেন স্বজনের কাছে সবাই ফিরতে পারে সে জন্য। ‘বিয়ের আগে’ বইটাও তেমনই এক স্পিডব্রেকার। এর উদ্দেশ্য কখনোই বিয়েকে বাধাগ্রস্ত করা, বিয়েকে নিরুৎসাহিত করা নয়।

    ‘বিয়ের আগে’ বইটির উদ্দেশ্য, বুঝেশুঝে বিয়েতে উৎসাহিত করা। পূর্বপ্রস্তুতি নিয়ে বিয়ে করতে বলা। সঠিকভাবে সঠিক মানুষকে বিয়ে করতে বলা। কারণ? কারণ, আমরা অসংখ্য অপরিণামদর্শী বিয়ে দেখেছি। কত দ্রুত ছিন্নভিন্ন হয়ে গেছে সেসব বাঁধন, যা সৃষ্টি হয়েছিল ফ্যান্টাসির ওপর ভর করে।

    আর তেমনটা না হোক। বিয়েকে কেউ খেলা না ভাবুক। তরুণ-তরুণীরা বিয়ের আগেই বিয়ের বাস্তবতাগুলো বুঝে নিক, প্রস্তুত হোক, বিয়ে করুক। অতঃপর সুখে-শান্তিতে দুনিয়া-আখিরাতে একত্রে বসবাস করুক। আল্লাহুম্মা আমীন।

    ডাউনলোড লিঙ্ক
    👇👇👇👇👇👇👇
    https://www.book-somahar.com/2023/07/pdf-download_6.html
    0 Comments 0 Shares
  • সুইটহার্ট কুরআন বই pdf download


    কুরআনের সাথে আমাদের বন্ধুত্ব গড়তে আতিক উল্লাহ হুজুরের নতুন বই ‘সুইটহার্ট কুরআন’। কুরআনিয়াত সিরিজের দ্বিতীয় বই। প্রথম বইয়ের মতো এই বইতেও পাঠক পাবেন কুরআন নিয়ে মনোমুগ্ধকর আলোচনা। বরং এই বই পাঠককে নিয়ে যাবে কুরআনের আরও গভীরে। দেখাবে কুরআনীয় মুজেযা, শোনাবে কুরআন নিয়ে হৃদয়স্পর্শী বাস্তব সব গল্প, শেখাবে কুরআন দিয়ে কীভাবে জগতটাকে পরখ করে দেখতে হয়। ৭২০ পৃষ্ঠার এই বইটিতে কুরআন নিয়ে এমন সব আলোচনা এসেছে, যা কুরআনের সাথে আমাদের দূরত্ব ঘুচিয়ে আনবে ইনশাআল্লাহ্‌।

    পাঠক, আমরা সবকিছু পড়লাম কুরআন পড়লাম না, আমরা হতভাগা। সবকিছু নিয়ে চিন্তা করলাম কুরআন নিয়ে করলাম না, আমরা হতভাগা। সবকিছুর জন্য সময় আছে, কুরআনের জন্য নেই, আমরা হতভাগা। সবকিছুতে আনন্দ পাই, কুরআনে পাই না, আমরা হতভাগা। আমরা কেউই চাই না এমন হতভাগা হতে। তাই আসুন, ব্যস্ততার ভিড়ে একটু হলেও কুরআন নিয়ে বসি। কুরআনের প্রতি আগ্রহ বাড়ায়—এমন বইগুলো অন্তত পড়ি।

    ডাউনলোড লিঙ্ক
    👇👇👇👇👇👇👇👇
    https://www.book-somahar.com/2023/07/pdf-download.html
    0 Comments 0 Shares
  • প্রত্যাবর্তন ২ আরিফ আজাদ pdf download


    তারা ডুবে ছিলেন ভোগবিলাসিতায়, প্রাচুর্য আর লোভ-লালসায়। গাড়ি, বাড়ি, অর্থকড়ি, সম্মান ও যশখ্যাতি—সবই ছিল তাদের জীবনে। ছিল না কেবল মানসিক প্রশান্তি। তাদের অন্তরে ছিল অন্তহীন এক অতৃপ্তি। কীসের যেন এক শূন্যতা। হৃদয়জুড়ে এক নীরব আর্তনাদ। দিনের পর দিন প্রার্থনায় লীন হয়েছেন তারা। সত্যকে খুঁজে পেতে কখনো দিনরাত গবেষণা, কখনো-বা করেছেন জ্ঞানীদের সাথে বৈঠক-আলোচনা।

    অবশেষে মহান আল্লাহর অশেষ করুণায় তাদের সামনে উন্মোচিত হয় এক আলোকিত পথ। সেই সাথে নেমে আসে কালবোশেখী ঝড়। লন্ডভন্ড হয়ে যায় তাদের এতদিনের সাজানো পৃথিবী। পাহাড়সম বাধা, কল্পনাতীত পরীক্ষা আর সীমাহীন যন্ত্রণা তাদের পথ আগলে দাঁড়ায়। তবু তারা সত্যের পথে অবিচল থাকে। আল্লাহকে ভালোবাসে তারা আঁকড়ে ধরে ইসলাম। খ্রিষ্টবাদ ছেড়ে ইসলামে আসা পাদরিদের এমনই অশ্রুভেজা, ঈমানদীপ্ত, বাস্তব সব ঘটনায় গড়ে উঠেছে আমাদের এবারের আয়োজন—‘প্রত্যাবর্তন ২.০’।

    ডাউনলোড লিঙ্ক
    👇👇👇👇👇👇👇👇
    https://www.book-somahar.com/2023/06/prattyaborton-boi-pdf.html
    0 Comments 0 Shares
  • ভ্রুনের আর্তনাদ বই pdf download

    একটি ভ্রূণের হৃদয়-বিদারক অনুভূতি এবং বেঁচে থাকার তীব্র আকুলতা ফুটিয়ে তোলা হয়েছে এ বইটির পাতায় পাতায়। ভ্রূণহত্যার মতো গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখতে এবং সুন্দর একটি সমাজ গড়ে তুলতে এমন বইয়ের জুড়ি মেলা ভার।

    বইটি সম্পর্কে কিছু কথাঃ-
    ================>

    বইটি মূলত এক কথায় বলতে গেলে নারীর অধিকার নিয়ে লিখা হয়েছে। বর্তমানের প্রেক্ষাপটে সমাজের নারী/ব

    াদীরা কিভাবে নারীদের অধিকার নাম দিয়ে পেছনে চক্রা/ন্তের জালে ফেলে তাদের সম্মান হানি করছেন।
    বর্তমানে উন্নত দেশগুলোতে নারী উন্নয়ন নামে নারীদেরকে কিভাবে দা/সী বানিয়ে কাজ করানো হচ্ছে। যেমন বাংলাদেশই গার্মেন্টস, ফ্যাক্টরি ছাড়াও শারীরিক শ্রমে নারীদের সমান অধি/কার নামে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে এতে লাভ হচ্ছে যেখানে পুরুষকে ৩০০ টাকা মজুরি দেওয়া প্রয়োজন সেখানে ২০০ টাকায় আরো বেশি কাজ খাঁটিয়ে নেওয়া হয়।

    বাংলাদেশের মেয়েরা বিভিন্ন নিউজে দেখা যায় ফ্যাক্টরি সহ অন্যান্য কর্মসংস্থানে কলিগ, বস সহ বিভিন্ন মানুষের হাতে যৌ/ন হয়রানিতে শিকার হডে হয়।
    ইউরো/পের দিকে তাকালে তাদের প্রায় ৪৮% মানুষ বিবাহের আগে একসাথে থাকে এবং বাচ্চা জন্ম দেয়। যেখানে সেই ৪৮% এর ৪ ভাগের একভাগ বাচ্চা জন্মের পর তার পিতা কে জানে না কিংবা দেখে না। সেই বাচ্চাকে তার মা উপার্জন করে ভরণপোষণের দায়িত্ব নেয়, এছাড়াও এই দেশগুলোতে সংসারের খরচ ৫০% হাসবেন্ড এবং ৫০% ওয়াইফ বহন করেন, সারাদিনের অফিস শেষে...

    ব্যক্তিগত মতামতঃ-
    ============>

    বিশেষ করে প্রত্যেক নারীর জন্য বইটি পড়া অত্যান্ত জরুরি। ভ্রুণ হত্যা সহ নারী অধিকার, এবং নারী/বাদিদের পলিসির রুপরেখা গুলো জানার জন্য অবশ্যই তাদের বইটি পড়া উচিত। তবে শেষ কথা সবকিছুই ভালো ব্যবহার এবং অপব্যবহার থাকে তাই বইটি পড়বেন জানা এবং সতর্কতার জন্য অপব্যবহারের জন্য নয়।


    ডাউনলোড লিঙ্ক
    👇👇👇👇👇👇👇👇
    https://www.book-somahar.com/2023/06/broner-artonad.html
    0 Comments 0 Shares
  • বিপ্রতীপ বই pdf download


    আল কুরআন। আল্লাহ তাআলার কালাম। মহাপবিত্র ঐশী গ্রন্থ। সন্দেহ-সংশয়ের সম্পূর্ণ ঊর্ধ্বে যার অবস্থান। এর উৎপত্তিস্থল খোদ মহান স্রষ্টা। যার ওপর নির্ভর করে ইসলামের ভিত্তি। এ নির্ভুল গ্রন্থ কুরআনুল কারিমকে নিয়েও খোদাদ্রোহী সেকুলারদের অসাড় আপত্তির অন্ত নেই। আসলে আপত্তি তো নয়; সরলমনা মুসলিমদের বিভ্রান্ত করার একধরনের অপপ্রয়াস মাত্র। বিভিন্ন ধরনের দলিলকে বিকৃত করে তারা তাদের মিশন চালিয়ে যাচ্ছে এবং এভাবে ক্রমশ এজেন্ডা বাস্তবায়নের পথে এগোচ্ছে। আলিমকুল শিরোমণি আল্লামা শাহ আহমদ শফি (হাফিজাহুল্লাহ)-এর তত্ত্বাবধান ও নির্দেশনায় রচিত হয়েছে নাস্তিকদের কুরআন সংক্রান্ত আপত্তিগুলোর অসাধারণ দালিলিক পর্যালোচনামূলক গ্রন্থ ‘বিপ্রতীপ’। গ্রন্থটি রচনা করেছেন শাইখের একান্ত সান্নিধ্যপ্রাপ্ত তরুণ আলিম হাসান আনহার। আমরা আশাবাদী, বইটি সাধারণ পাঠক এবং আলেম উলামার জন্য খুবই উপকারী হবে। বিশেষ করে তরুণদের জন্য চিন্তার খোরাক হবে বলে আমাদের বিশ্বাস।

    ডাউনলোড লিঙ্ক
    👇👇👇👇👇👇👇
    https://www.book-somahar.com/2023/06/biprotip.html
    0 Comments 0 Shares
  • আকসার কান্না বই pdf download


    ‘আকসার কান্না’ বইয়ের


    লেখকের কথা

    সোনালি মুক্তা


    সাধারণত কাগজের বুকে কলমের কালিতেই বই লেখা হয়। তেমনই কাগজের সমারোহে এটিও একটি বই। কিন্তু এর আলোচনাগুলো কলমের কালির নয়; বরং কলজে নিংড়ানো রক্তে লেখা কথামালায় সাজানো।

    বায়তুল মাকদিস আমাদের এমন সম্মানিত ঐতিহ্য; যার সংরক্ষণ এবং দেখাশোনার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। ইহুদি-নাসারারা যখন এ সম্মানিত ইবাদাতখানার পবিত্রতা রক্ষা না করে তাঁর পবিত্র পরিবেশকে পাপের বিষাক্ততায় ভরিয়ে তোলে এবং বারংবার সতর্ক করার পরও অন্যায় কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখে তখন মহান প্রতিপালক তাদের নির্বাচিতদের তালিকা থেকে বঞ্চিত করে উম্মাতে মুহাম্মাদির ওপর এ পবিত্র দায়িত্ব অর্পণ করেন।

    যে দিন থেকে সাহাবায়ে কিরাম রা. আসমানি সাহায্যে বায়তুল মাকদিস বিজয় করেছিলেন, সে দিন থেকেই এ আমানত আমাদের আত্মমর্যাদা এবং ইমানের পরীক্ষার কষ্টিপাথরে পরিণত হয়েছে। বায়তুল মাকদিসের সংরক্ষণের ব্রত পালনে যথাযথভাবে উত্তীর্ণ হতে পারার মধ্যে আমাদের উন্নতির স্থায়িত্বের মূলমন্ত্র নিহিত রয়েছে। একইভাবে তার পবিত্রতায় একটু আঁচড়ই আমাদের নির্বাচিত উম্মাত হওয়ার মর্যাদাকে ভূলুণ্ঠিত করে দিতে পারে।

    আল্লাহর অপার মহিমায় আমরা এমন একটি যুগে বসবাস করছি, যখন কপালপোড়া ইহুদিদের ছোঁয়া এ পবিত্র ভূমির আঙিনাকে স্পর্শ করছে। যার স্পষ্ট অর্থ হলো, হক-বাতিলের ...

    ডাউনলোড লিঙ্ক
    👇👇👇👇👇👇👇👇
    https://www.book-somahar.com/2023/06/pdf-download.html
    0 Comments 0 Shares
  • জান্নাতে যাওয়ার হাজার পথ pdf download


    সমস্ত প্রশংসা সেই মহান সত্তার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টিকলাে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। জন্ম দিয়েছেন মুসলমান মা-ব রহমতের ফল্পধারা প্রবাহিত হােক নবীদের সর্দার মুহাম্মাদ সালালা ওয়াসাল্লামের ওপর। উম্মতের চিন্তায় যিনি ব্যাকুল থাকবেন রােজ কঠিন দিনে। ‘জান্নাত' শব্দটি রিমঝিম ধ্বনি তুলে মুসলমানের কানে। প্রত্যেক মুসলম ঈপ্সিত লক্ষ্য হলাে জান্নাত । শত খুনে যার হাত রাঙানাে, সেও আল্লাহর মত থেকে নিরাশ হয় না।

    জান্নাতে যাওয়ার স্বপ্ন সেও লালন করে হৃদয়ের গহীন জাহান্নামের শাস্তির কথা শুনলে সে আঁতকে ওঠে। মাহফিলে গিয়ে বক্তার ম আল্লাহর রহমতের কথা শুনে তার অন্তরও আশান্বিত হয়ে ওঠে। পথ খোঁজাদ চেষ্টা করে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। শাস্তি ভােগ করা ছাড়াই জান্নাতে প্রবেশ করা যায়। আল্লাহ মানুষের চিরশত্রু হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শয়তানকে। শয়তান। বিচরণ করে মানুষের ধমনীতে। প্রতি মুহূর্ত তার কসরত থাকে কিভাবে বনী আদমকে জান্নাতের পথ ভুলিয়ে জাহান্নামের পথে তুলে দেওয়া যায়। কিভাবে। আদম সন্তানকে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা বানানাে যায়। মানুষকে ফুসলিয়ে সে করে ফেলে পথভ্রান্ত। শয়তানের গােলকধাঁধায় পড়ে আমরা ভারী করতে থাকি নিজের গােনাহের খাতা। নিজের ঈপ্সিত লক্ষ্য ভুলে দৌড়াতে থাকি জাহান্নামের দিকে। ভুলে যাই আল্লাহকে। তাঁর রাসূলকে।

    আল্লাহ এবং রাসূলের বাতলানাে পথ ভুলে অন্ধের মতাে অনুসরণ করতে থাকি শয়তানের। এভাবে জান্নাতের বদলে বাসস্থান হিসেবে বেছে নিই জাহান্নামকে। আমরা গােনাহের অতলান্ত আঁধারে খেই হারিয়ে ফেলেছি। আমাদের গােনাহের। সংখ্যা এত বেশি যে, আল্লাহ যদি আমাদেরকে নিজ দয়াগুণে ক্ষমা করে না। দেন, জাহান্নাম আমাদের জন্য অবধারিত। অথচ আমরা সবাই জান্নাতে যেতেই গােনাহের সাগর থেকে কিভাবে আমরা উঠে আসতে পারি? কিভাবে 'সতে পারি আল্লাহর ক্ষমা? কী করলে যেতে পারব আমাদের পরম কাঙ্ক্ষিত জান্নাতে? এ বিষয়ে চমৎকার একটি গ্রন্থ ‘জান্নাতে যাওয়ার হাজার পথ।

    ডাউনলোড লিঙ্ক
    👇👇👇👇👇👇👇👇
    https://www.book-somahar.com/2023/05/pdf-download_12.html
    0 Comments 0 Shares
  • আখেরাতের প্রস্তুতি pdf download


    সমস্ত প্রশংসা মহান রব্বল আলামীনের জন্য, যিনি আসমান-জমিন সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে- যিনি আরাে কম সময়েও এসব সৃষ্টি করতে পরিপূর্ণ ক্ষমতাবান। যিনি দুনিয়ার আসমানকে সুসজ্জিত করেছেন নক্ষত্ররাজির দ্বারা। দুনিয়ার সমস্ত নেজাম তৈরি করেছেন মানুষের উপকারের জন্য আর মানুষকে সৃষ্টি করেছেন আখেরাতের প্রস্তুতির জন্য। সাথে সাথে একথাও বলে দিয়েছেনআমি তােমাদেরকে দুনিয়া দিয়েছি, কিন্তু মনে রেখ এ দুনিয়া আখেরাতের তুলনায় খুবই সামান্য বস্তু। যে আখেরাতের ফসল পাওয়ার আশা করে, আমি তার আশা পূর্ণ করে ফসল বাড়িয়ে দেই। আর যে শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকে দুনিয়ার ফসল কামনা করে, আমি তাকে হয়তাে কিছু দুনিয়া দিয়ে দেই নয়তাে ছিনিয়ে নেই; কিন্তু চিরদিনের জন্য আখেরাতে তাকে মাহরূম করে দেই.

    ডাউনলোড লিঙ্ক
    👇👇👇👇👇👇👇👇
    https://www.book-somahar.com/2023/05/pdf-download_7.html
    0 Comments 0 Shares
More Stories