Sponsorizzato
বাচ্চাদের পস্রাব অনেক সময় লাগে কাপড়ে,বিশেষ মুহূর্ত হয়ত কাপড় পাল্টানোও সম্ভব না। তখন নামাজ আদায়ের কি হবে?
যদি পেশাবের পরিমাণ এক দিরহাম তথা সাড়ে তিন মাশার বা তার চেয়ে কম হয়, তাহলে উক্ত কাপড়সহ নামায মাকরুহের সাথে আদায় হবে। এক্ষেত্রে উত্তম হলো উক্ত কাপড় চেঞ্জ করে নামায আদায় করা। আর যদি নাপাকের পরিমাণ এক দিরহাম তথা সাড়ে তিন মাশার চেয়ে বেশি পরিমাণ হয়, তাহলে উক্ত কাপড়সহ নামায আদায় হবে না। কেউ আদায় করলেও উক্ত নামায পুনরায় পবিত্র কাপড় পরিধান করে আদায় করতে হবে। وإن كان فى ثوب المصلى نجاسة أكثر من قدر الدرهم...
14
4 Commenti 1 condivisioni
Sponsorizzato